যিরমিয় 23:1 - পবিত্র বাইবেল1 “যিহূদার মেষপালকদের পক্ষে এটা খারাপ হবে। এই মেষপালকরা আমার মেষদের আহত করছে। তারা চারদিক থেকে এই মেষদের তাড়িয়ে আমার শস্যের কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে।” এই হল প্রভুর বার্তা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 মাবুদ বলেন, ধিক্ সেই পালকদেরকে যারা আমার পালের ভেড়াগুলোকে নষ্ট ও ছিন্নভিন্ন করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 সদাপ্রভু বলেন, “ধিক্ সেই পালকদের, যারা আমার চারণভূমির মেষদের ছিন্নভিন্ন ও ধ্বংস করে!” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 সেই রাজাদের উপর প্রভু পরমেশ্বরের বিচার হবে ভয়াবহ, যারা তাদের প্রজাদের ধ্বংস করে, ছড়িয়ে দেয় চারিদিকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 সদাপ্রভু কহেন, ধিক্ সেই পালকদিগকে যাহারা আমার পালের মেষদিগকে নষ্ট ও ছিন্নভিন্ন করে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 সদাপ্রভু বলেন, “ধিক সেই পালকদের! যারা আমার পশু চড়ানোর মাঠের ভেড়াগুলিকে ধ্বংস করে ও ছড়িয়ে দেয়।” অধ্যায় দেখুন |
“যাজকরা প্রশ্ন করেনি, ‘কোথায় সেই প্রভু?’ যারা বিধিটি জানত তারা আমাকে জানতে চায়নি। ইস্রায়েলের নেতারা আমার বিরুদ্ধাচরণ করেছিল। ভাববাদীগণ বাল মূর্ত্তির নাম নিয়ে ভাববাণী করেছিল। তারা মূল্যহীন মূর্ত্তিগুলোর পূজা করেছিল। তারা মূর্ত্তির অজুহাত দেখিয়ে ইস্রায়েলের লোকদের পূজায় বসিয়েছে। ইস্রায়েলবাসী ভেবেছিল এই মূর্ত্তিই তাদের জন্য ফলনশীল জমি তৈরী করেছে। তারা বিশ্বাস করেছিল, মূর্ত্তিই বুঝি ঝড়, বৃষ্টি এনে দিয়েছে।”