যিরমিয় 22:24 - পবিত্র বাইবেল24 প্রভু বললেন, “আমি আছি এটা যেমন নিশ্চিৎ,” এই হল প্রভুর বার্তা, “তেমনি ভাবে আমি এটা করব। যিহোয়াকীমের পুত্র যিহোয়াকীণ, যিহূদার রাজা, তুমি যদি আমার ডান হাতের মোহর করা আংটিও হও, আমি তোমাকে ছুঁড়ে ফেলে দেব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 মাবুদ বলেন, আমার জীবনের কসম, যিহোয়াকীমের পুত্র এহুদার বাদশাহ্ কনিয় আমার ডান হাতে থাকা মোহরের মত হলেও আমি তোমাকে সেখান থেকে ফেলে দেব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 “আমারই প্রাণের দিব্যি,” সদাপ্রভু এই কথা বলেন, “যদি তুমি যিহূদার রাজা যিহোয়াকীমের পুত্র যিহোয়াখীন, আমার ডান হাতের সিলমোহর দেওয়ার আংটি হতে, তাহলেও আমি তোমাকে খুলে ফেলে দিতাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 যিহুদীয়ার রাজা যিহোয়াকিমের পুত্র রাজা যিহোয়াখিনকে প্রভু পরমেশ্বর বলেলন, আমি জাগ্রত ঈশ্বর, এ যেমন ধ্রুব সত্য, এও তেমনি সত্য যে, তুমি আমার দক্ষিণ হস্তের সীল মোহরের আংটি হলেও আমি তোমাকে খুলে ফেলব এবং অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, যিহোয়াকীমের পুত্র যিহূদা-রাজ কয়িন আমার দক্ষিণ হস্তস্থিত মোহরের তুল্য হইলেও আমি তোমাকে তথা হইতে ফেলিয়া দিব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 “যেমন আমি জীবিত,” এটি সদাপ্রভুর ঘোষণা, এমনকি যদি তুমি, যিহূদার রাজা যিহোয়াকীমের ছেলে যিহোয়াখীন, আমার ডান হাতের সীলমোহর থেকে, আমি তোমাকে খুলে ফেলে দিতাম। অধ্যায় দেখুন |
প্রভু আমাকে এই জিনিসগুলি দেখিয়ে ছিলেন: আমি ডুমুর ভর্ত্তি দুটি ঝুড়ি দেখেছিলাম প্রভুর মন্দিরের সামনে রাখা আছে। বাবিলের নবূখদ্রিৎসর যখন যিকনিয়কে বন্দী করে নিয়ে গিয়ে ছিলেন তখন আমার এই স্বপ্নদর্শন হয়েছিল। রাজা যিহোয়াকীমের পুত্র যিকনিয় ও তার গুরুত্বপূর্ণ সভাসদবৃন্দদের জেরুশালেম থেকে গ্রেপ্তার করে বাবিলে নিয়ে যাওয়া হয়েছিল। যিহূদার সমস্ত ছুতোর ও কানাদেরও নবূখদ্রিৎসর বাবিলে নিয়ে এসেছিলেন।