যিরমিয় 20:13 - পবিত্র বাইবেল13 প্রভুর কাছে গান কর! তাঁর প্রশংসা কর। প্রভু অসহায় মানুষকে ক্ষতিকর মানুষের কবল থেকে রক্ষা করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 তোমরা মাবুদের উদ্দেশে গান কর, মাবুদের প্রশংসা কর, কারণ তিনি দুর্বৃত্তদের হাত থেকে দরিদ্র লোকের প্রাণ উদ্ধার করেছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 সদাপ্রভুর উদ্দেশ্যে গান গাও! সদাপ্রভুরই উদ্দেশ্যে প্রশংসা করো! তিনি দুষ্টদের হাত থেকে অভাবগ্রস্তদের প্রাণ উদ্ধার করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 সঙ্গীত গাও প্রভু পরমেশ্বরের উদ্দেশে! মহিমা কীর্তন কর প্রভু পরমেশ্বরের! তিনি মুক্ত করেন নিপীড়িত মানুষকে দুর্জনের কবল থেকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তোমরা সদাপ্রভুর উদ্দেশে গান কর, সদাপ্রভুর প্রশংসা কর, কারণ তিনি দুরাচারদের হস্ত হইতে দরিদ্র লোকের প্রাণ উদ্ধার করিয়াছেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 সদাপ্রভুর উদ্দেশ্যে গান কর! সদাপ্রভুর প্রশংসা কর! কারণ তিনি দুষ্টদের হাত থেকে নিপীড়িত ব্যক্তির প্রাণকে উদ্ধার করেন। অধ্যায় দেখুন |