যাত্রাপুস্তক 9:4 - পবিত্র বাইবেল4 কিন্তু প্রভু মিশরের পশুদের মতো ইস্রায়েলের পশুদের দুর্দশাগ্রস্ত করবেন না। ইস্রায়েলের লোকদের কোনও পশু মারা যাবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 কিন্তু মাবুদ ইসরাইলের পশু ও মিসরের পশুতে প্রভেদ করবেন; তাতে বনি-ইসরাইলদের কোন পশু মরবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 কিন্তু সদাপ্রভু ইস্রায়েলীদের গৃহপালিত পশুপালের এবং মিশরীয়দের গৃহপালিত পশুপালের মধ্যে এক পার্থক্য গড়ে তুলবেন, যেন ইস্রায়েলীদের অধিকারভুক্ত কোনও পশু মারা না যায়।’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের পশুপাল ও তোমাদের পশুপালের মধ্যে প্রভেদ রাখবেন, ইসরায়েলীদের কোন পশু মারবেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 কিন্তু সদাপ্রভু ইস্রায়েলের পশুতে ও মিসরের পশুতে প্রভেদ করিবেন; তাহাতে ইস্রায়েল-সন্তানদের কোন পশু মরিবে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 কিন্তু সদাপ্রভু ইস্রায়েলের পশুদের থেকে মিশরের পশুদের আলাদা করবেন; তাতে ইস্রায়েল সন্তানদের কোনো পশু মরবে না’।” অধ্যায় দেখুন |