যাত্রাপুস্তক 40:37 - পবিত্র বাইবেল37 সুতরাং যখন মেঘ পবিত্র তাঁবুর ওপর ছিল তখন লোকরা তাদের যাত্রা শুরু করার চেষ্টা করেনি। যতক্ষণ না মেঘ ওপরে উঠেছিল ততক্ষণ তারা সেখানেই ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস37 কিন্তু মেঘ যদি উপরে উঠে না যেত তবে যেদিন উপরে উঠে না যেত সেদিন পর্যন্ত তারা যাত্রা করতো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ37 কিন্তু মেঘ যদি না সরত, তবে যতদিন তা না সরত, ততদিন তারা যাত্রা শুরু করত না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)37 মেঘের আচ্ছাদন যতদিন না অপসৃত হত ততদিন তারা যাত্রা স্থগিত রাখত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)37 কিন্তু মেঘ যদি ঊর্দ্ধে নীত না হইত, তবে যে দিন ঊর্দ্ধে নীত না হইত, সে দিন পর্য্যন্ত তাহারা যাত্রা করিত না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী37 কিন্তু যদি মেঘ তাঁবুর উপর থেকে উপরের দিকে না উঠত, তবে সে দিন লোকেরা বাইরে যাত্রা করত না। মেঘ উপরে উঠার দিন পর্যন্ত তারা অপেক্ষা করত। অধ্যায় দেখুন |