যাত্রাপুস্তক 37:7 - পবিত্র বাইবেল7 তারপর সে পেটানো সোনা দিয়ে দুটি করূব দূত তৈরী করল এবং সেগুলো আচ্ছাদনের দুধারে রেখে দিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আর পিটানো সোনা দিয়ে দু’টি কারুবী নির্মাণ করে গুনাহ্ আবরণের দুই প্রান্তে দিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 পরে তিনি সেই আচ্ছাদনের দুই কিনারায় পিটানো সোনা দিয়ে দুটি করূব তৈরি করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7-8 পেটাই করা সোনা দিয়ে ঢাকনাটি দুই প্রান্তে দুটি করূব মূর্তি সমেত তৈরী করা হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আর পিটান স্বর্ণ দ্বারা দুই করূব নির্ম্মাণ করিয়া পাপাবরণের দুই মুড়াতে দিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 তিনি পেটাই করা সোনা দিয়ে দুটি করূব তৈরী করে পাপাবরণের শেষ দুই প্রান্তে রাখলেন। অধ্যায় দেখুন |