Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 36:15 - পবিত্র বাইবেল

15 সবগুলি পর্দাই ছিল সমান মাপের – 30 হাত লম্বা এবং 4 হাত চওড়া।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 তার প্রত্যেক পর্দা ত্রিশ হাত লম্বা ও চার হাত চওড়া; এগারটি পর্দার একই মাপ ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 এগারোটি পর্দার সবকটি একই মাপের—14 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া হল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 এগারোটি পর্দার সবগুলিই ছিল সমান মাপের, ত্রিশ হাত লম্বা ও চার হাত চওড়া।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 তাহার প্রত্যেক যবনিকা ত্রিশ হস্ত দীর্ঘ, ও প্রত্যেক যবনিকা চারি হস্ত প্রস্থ; একাদশ যবনিকার একই পরিমাণ ছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 তার প্রত্যেকটি পর্দা দৈঘ্যে ত্রিশ হাত ও প্রত্যেকটি পর্দা প্রস্থে চার হাত; এগারোটি পর্দা একই মাপের ছিল।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 36:15
2 ক্রস রেফারেন্স  

তারপর কারিগররা সেই পবিত্র তাঁবুর আচ্ছাদনের জন্য আরেকটি তাঁবু তৈরী করল। তারা ছাগলের লোম দিয়ে এগারোটি পর্দা বানাল।


তারপর পাঁচটি পর্দা জুড়ে একটি ও ছয়টি পর্দা জুড়ে আরেকটি ভাগ করা হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন