যাত্রাপুস্তক 29:39 - পবিত্র বাইবেল39 একটা মেষকে সকালে ও অন্যটিকে সন্ধ্যায় বলি দেবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস39 একটি ভেড়ার বাচ্চা খুব ভোরে ও অন্যটি সন্ধ্যাবেলা কোরবানী করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ39 একটি সকালে ও অন্যটি গোধূলিবেলায় উৎসর্গ কোরো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)39 সকালে একটি এবং সন্ধ্যায় আর একটি উৎসর্গ করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)39 নিয়ত প্রতিদিন একবর্ষীয় দুইটী মেষশাবক; একটী মেষশাবক প্রাতঃকালে উৎসর্গ করিবে, ও অন্যটী সন্ধ্যাকালে উৎসর্গ করিবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী39 একটি ভেড়ার বাচ্চা সকালে উৎসর্গ করবে এবং অন্য বাচ্চাটি সন্ধ্যার দিন উৎসর্গ করবে। অধ্যায় দেখুন |