যাত্রাপুস্তক 28:26 - পবিত্র বাইবেল26 আরও দুটো সোনার আংটা বানিয়ে বক্ষাবরণের অন্য দুই প্রান্তে লাগাবে। এফোদের পরে বক্ষাবরণের ভিতর ভাগে এই আংটা থাকবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 তুমি সোনার দু’টি কড়া গড়ে বুকপাটার দুই প্রান্তে এফোদের সম্মুখস্থ ভিতরভাগে রাখবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 সোনার দুটি আংটা তৈরি করে সেগুলি এফোদের পাশে থাকা ভিতরদিকের বুকপাটার অন্য দুই কোনায় জুড়ে দিয়ো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 দুটি সোনার আঙটা তৈরী করে থলির নীচের দুই কোণে ভিতরের দিকে এমন ভাবে লাগিয়ে দেবে যেন তা এফোদের উপরে থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 তুমি স্বর্ণের দুই কড়া গড়িয়া বুকপাটার দুই প্রান্তে এফোদের সম্মুখস্থ ভিতরভাগে রাখিবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 তুমি অবশ্যই সোনার দুটি বালা তৈরী করে বুকপাটার দুই মাথায় এফোদের সামনের দিকে ভিতরের অংশে রাখবে। অধ্যায় দেখুন |