যাত্রাপুস্তক 28:24 - পবিত্র বাইবেল24 দুটো সোনার চেন বক্ষাবরণের দুপাশের আংটায় লাগাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 আর বুকপাটার দুই প্রান্তস্থিত দু’টি কড়ার মধ্যে পাকানো সোনার ঐ দু’টি শিকল রাখবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 সেই বুকপাটার কোনায় থাকা আংটাগুলিতে সোনার সেই শিকল দুটি বেঁধে দিয়ো, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 তার দুই কোণের দুটি আঙটার সঙ্গে সোনার ঐ শিকল দুটি আটকে দেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আর বুকপাটার দুই প্রান্তস্থিত দুই কড়ার মধ্যে পাকান স্বর্ণের ঐ দুই শৃঙ্খল রাখিবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 আর বুকপাটার দুই প্রান্তে অবস্থিত দুটি বালার মধ্যে পাকান সোনার ঐ দুটি শিকল রাখবে। অধ্যায় দেখুন |