যাত্রাপুস্তক 22:22 - পবিত্র বাইবেল22 “কোন বিধবা বা অনাথ শিশুর কখনও কোনও ক্ষতি করো না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 তোমরা কোন বিধবাকে কিংবা এতিমকে দুঃখ দিও না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 “বিধবা বা অনাথদের দুর্বলতার সুযোগ নিয়ো না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 বিধবা ও পিতৃহীন শিশুদের প্রতি দুর্ব্যবহার করবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 তোমরা কোন বিধবাকে কিম্বা পিতৃহীনকে দুঃখ দিও না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 তোমরা কোন বিধবাকে অথবা বাবা নেই এমন শিশুকে দুঃখ দিও না। অধ্যায় দেখুন |
“সপ্তম বছর, দেনা বাতিল করার বছর এগিয়ে এসেছে বলে, শুধু মাত্র এই কারণেই কাউকে সাহায্য করতে অস্বীকার কোরো না। এই ধরণের কোন খারাপ চিন্তা তোমাদের মনে প্রবেশ করতে দিও না। যে ব্যক্তির সাহায্যের প্রয়োজন, তার সম্বন্ধে তোমরা অবশ্যই কোনো খারাপ মনোভাব পোষণ করবে না। তোমরা অবশ্যই তাকে সাহায্য করতে অস্বীকার করবে না। তোমরা যদি সেই গরীব লোকটিকে সাহায্য না করো, তাহলে সে প্রভুর কাছে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করবে এবং প্রভু তোমাদের এই পাপের জন্য অভিযুক্ত করবেন।