যাত্রাপুস্তক 21:9 - পবিত্র বাইবেল9 যদি তার মনিব মহিলা দাসটিকে তার পুত্রের সঙ্গে বিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দেয় তবে তাকে দাসের মতো না রেখে মেয়ের মতো রাখতে হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 আর যদি সে আপন পুত্রের জন্য তাকে নিরূপণ করে তবে সে তার সঙ্গে কন্যার মত ব্যবহার করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 সেই মালিক যদি তাকে নিজের ছেলের জন্য পছন্দ করেছেন, তবে তিনি যেন অবশ্যই তাকে এক মেয়ের অধিকার দেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 মনিব যদি তাকে পুত্রবধূরূপে গ্রণ করে, তাহলে সে তাকে কন্যার অধিকার দান করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 আর যদি সে আপন পুত্রের জন্য তাহাকে নিরূপণ করে, তবে সে তাহার প্রতি কন্যাগণ সম্বন্ধীয় নিয়মানুযায়ী ব্যবহার করিবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 আর যদি সে নিজের ছেলের জন্য তাকে নিরূপণ করে, তবে সে তার প্রতি মেয়েদের সম্পর্কে নিয়ম অনুযায়ী ব্যবহার করবে। অধ্যায় দেখুন |