যাত্রাপুস্তক 21:1 - পবিত্র বাইবেল1 তারপর ঈশ্বর মোশিকে বললেন, “তুমি অন্য এইসব নিয়মের কথাও লোকদের বলবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 তুমি এসব শাসন তাদের সম্মুখে রাখবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 “এগুলি সেই বিধিবিধান যা তোমাকে তাদের সামনে রাখতে হবে: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 ইসরায়েলীদের মধ্যে তুমি এই বিধি প্রবর্তন করবে: অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 আর তুমি এই সকল শাসন তাহাদের সম্মুখে রাখিবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 এখন তুমি এই সব শাসন তাদের সামনে অবশ্যই রাখবে। অধ্যায় দেখুন |
তোমাদের বিভিন্ন ধরণের মামলা যেমন খুন-জখম, জুয়াচুরি, আইন, বিধি-নির্দেশ অমান্য করার সন্মুখীন হতে হবে। আর এসব মামলা আসবে এইসব শহরে বসবাসকারী তোমাদেরই সহ নাগরিকদের মধ্যে থেকে। তোমরা সবসময়েই লোকদের প্রভুর বিরুদ্ধে পাপ আচরণ করার বিষয়ে সতর্ক করে দেবে। তোমরা যদি নিজেদের কর্তব্যের ব্যাপারে নিষ্ঠাবান না হও তাহলে প্রভুর ক্রোধ তোমাদের এবং তোমাদের সহ নাগরিকদের ওপর গিয়ে পড়বে। কিন্তু যা বললাম তা যদি তোমরা করো তাহলে ভয়ের কোনো কারণ নেই।