যাত্রাপুস্তক 2:21 - পবিত্র বাইবেল21 মোশি রূয়েলের সঙ্গে থাকবার জন্য খুশীর সঙ্গে রাজী হল। রূয়েল তার মেয়ে সিপ্পোরার সঙ্গে মোশির বিয়ে দিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 পরে মূসা সেই ব্যক্তির সঙ্গে বাস করতে সম্মত হলেন, আর তিনি মূসার সঙ্গে তাঁর কন্যা সফুরার বিয়ে দিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 মোশি সেই লোকটির সঙ্গে থাকতে সম্মত হলেন, যিনি মোশির সঙ্গে তাঁর মেয়ে সিপ্পোরার বিয়ে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 পরে মোশি যিথ্রোর সঙ্গে বাস করতে রাজী হলেন। যিথ্রো মোশির সঙ্গে তাঁর কন্যা সিপ্পোরার বিবাহ দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 পরে মোশি ঐ ব্যক্তির সঙ্গে বাস করিতে সম্মত হইলেন, আর তিনি মোশির সহিত আপন কন্যা সিপ্পোরার বিবাহ দিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 পরে মোশি ঐ ব্যক্তির সঙ্গে থাকতে রাজি হলেন, আর তিনি মোশির সঙ্গে নিজের মেয়ে সিপ্পোরার বিয়ে দিলেন। অধ্যায় দেখুন |