যাত্রাপুস্তক 15:23 - পবিত্র বাইবেল23 তিন দিন পর তারা মারাতে এসে পৌঁছালো। মারাতে জলের সন্ধান মিললেও সেই জল এত তেঁতো ছিল যে তা পানের অযোগ্য। (এরজন্য এই জায়গার নাম রাখা হয়েছিল মারা বা তিক্ততা।) অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 পরে তারা মারাতে উপস্থিত হল কিন্তু মারার পানি পান করতে পারল না, কারণ সেই পানি তিক্ত ছিল। এজন্য তার নাম মারা (তিক্ত) রাখা হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 তারা যখন মারায় পৌঁছাল, তারা সেখানকার জলপান করতে পারেনি কারণ তা ছিল তেতো। (সেজন্যই সেই স্থানটির নাম রাখা হল মারা) অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 পরে তারা মারাহ্ নামে একটি জায়গায় এসে পৌঁছাল। কিন্তু সেখানকার জল তারা পান করতে পারল না কারণ সেই জল ছিল তেতো। সেই জন্যই সেই জায়গার নাম হয়েছিল মারাহ্। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 পরে তাহারা মারাতে উপস্থিত হইল, কিন্তু মারার জল পান করিতে পারিল না, কারণ সেই জল তিক্ত; এই জন্য তাহার নাম মারা [তিক্ততা] রাখা হইল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 পরে তারা মারাতে উপস্থিত হল, কিন্তু মারার জল পান করতে পারল না, কারণ সেই জল তেতো; এই জন্য তাঁর নাম মারা [তিক্ততা] রাখা হল। অধ্যায় দেখুন |