যাকোব 5:18 - পবিত্র বাইবেল18 পরে তিনি আবার প্রার্থনা করলেন আর আকাশ থেকে বৃষ্টি নামল এবং ক্ষেতে ফসল হল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 পরে তিনি আবার মুনাজাত করলেন; আর আসমান থেকে বৃষ্টি পড়লো এবং ভূমি নিজের ফল উৎপন্ন করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 আবার তিনি প্রার্থনা করলেন, আকাশমণ্ডল থেকে বৃষ্টি এল ও পৃথিবী শস্য উৎপন্ন করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 পরে আবার তিনি প্রার্থনা করলেন, তখন আকাশ বারিবর্ষণ করল এবং ভূমি হল শস্য-শ্যামলা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 পরে তিনি আবার প্রার্থনা করিলেন; আর আকাশ জল প্রদান করিল, এবং ভূমি নিজ ফল উৎপন্ন করিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 পরে তিনি আবার প্রার্থনা করলেন; আর আকাশ থেকে বৃষ্টি হলো এবং মাটি নিজের ফল উৎপন্ন করল। অধ্যায় দেখুন |