Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মীখা 1:10 - পবিত্র বাইবেল

10 একথা গাতে বোলো না। আক্কোতে কেঁদো না। বৈৎ‌-লি-অফ্রার ধূলোয় নিজেকে গড়িয়ে দাও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 তোমরা গাতে এই কথা জানিয়ো না, একটুও কান্নাকাটি করো না, বৈৎ-লি-অফ্রায় আমি ধূলিতে গড়াগড়ি দিয়েছি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 গাতে এই কথা জানিও না, একটুও কান্নাকাটি করো না। বেথ-লি-অফ্রাতে ধুলোয় গড়াগড়ি দাও।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

10 গাত শহরে শত্রুদের কাছে প্রকাশ করো না আমাদের শোচনীয় পরাজয়ের কথা, ওদের সামনে করো না অশ্রুপাত, বেৎ-লে-অফ্রায় তোমরা ধূলায় গড়াগড়ি দাও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 তোমার গাতে এ কথা জ্ঞাত করিও না, একেবারে রোদন করিও না, বৈৎ-লি-অফ্রায় আমি ধূলিতে গড়াগড়ি দিয়াছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 গাতে এবিষয়ে বল না; একদম কেঁদো না। আমি বৈৎ-লি-অফ্রায় নিজে গড়াগড়ি দিয়েছি।

অধ্যায় দেখুন কপি




মীখা 1:10
7 ক্রস রেফারেন্স  

এ খবর গাতে জানিও না। অস্কিলোনের পথে পথে এ খবর প্রচার করো না। এতে পলেষ্টীয়রা উল্লাস করবে। ঐ সব বিদেশীরা আনন্দিত হবে।


আমার লোকরা, শোক পোশাকগুলি পরে নাও। সদ্য একমাত্র সন্তান হারানো জননীর মতো ভগ্ন হৃদয়ে চিৎকার করে কাঁদো, কারণ আমাদের শীঘ্রই ধ্বংসকারীর মুখোমুখি হতে হবে যে হঠাৎ‌‌ আমাদের ওপর এসে পড়বে।


এবং যখন কেউ মারা যায় তখন একজন আত্মীয় সেই দেহ নিতে আসবে যাতে সে মৃতদেহ বার করে নিয়ে গিয়ে দাহ করতে পারে। আত্মীয়স্বজন অস্থিগুলোকে নিয়ে যাবার জন্য আসবে। আর ঘরের পিছনে থাকা কোন লোককে উদ্দেশ্য করে চিৎকার করে বলবে, “এখানে কি তোমার কাছে কোন মৃতদেহ আছে?” সেই ব্যক্তিটি উত্তরে বলবে, “না!” তখন সেই লোকটির আত্মীয় বাধা দিয়ে বলবে, “চুপ করো। আমরা প্রভুর নাম ব্যবহার করতে চাই না।”


সেই সময়, বিজ্ঞ শিক্ষকরা নীরব হয়ে যাবেন। কেন? কারণ, সময়টা খারাপ।


উদ্ধার পাবার আশায় তাকে তার মুখ আভূমি নত করতে হবে।


তখন ইয়োব ছাইয়ের গাদার মধ্যে বসলেন। একটা ভাঙা খোলামকুচি (সরা বা হাঁড়ির ভাঙা টুকরো) দিয়ে তিনি তাঁর ক্ষত চাঁছতে লাগলেন।


অব্বীম, পারা, অফ্রা,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন