মার্ক 9:8 - পবিত্র বাইবেল8 শিষ্যেরা তখনই চারদিকে তাকালেন; কিন্তু যীশু ছাড়া আর কাউকে সেখানে দেখতে পেলেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 পরে হঠাৎ তাঁরা চারদিকে দৃষ্টিপাত করে আর কাউকেও দেখতে পেলেন না, দেখলেন, কেবল একা ঈসা তাঁদের সঙ্গে রয়েছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 হঠাৎই তাঁরা চারদিকে তাকিয়ে আর কোনো মানুষকে দেখতে পেলেন না। কেবলমাত্র যীশু তাঁদের সঙ্গে ছিলেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)8 Pare haṭhat táhárá caturdige drishti kariyá ápanáder sahit eká Jíshu byatireke ár káháke‐o dekhite páila ná. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 সঙ্গে সঙ্গে তাঁরা চেয়ে দেখলেন চারিদিকে। কিন্তু যীশুকে ছাড়া আর কাউকে তংআদের সঙ্গে দেখতে পেলেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 পরে হঠাৎ তাঁহারা চারিদিকে দৃষ্টি করিয়া আর কাহাকেও দেখিতে পাইলেন না, দেখিলেন, কেবল একা যীশু তাঁহাদের সঙ্গে রহিয়াছেন। অধ্যায় দেখুন |