মার্ক 9:50 - পবিত্র বাইবেল50 “লবণ ভাল, কিন্তু লবণ যদি লবণত্ব হারায়, তবে কেমন করে তাকে তোমরা আস্বাদযুক্ত করবে? তোমরা নিজের নিজের মনে লবণ রাখ এবং পরস্পর শান্তিতে থাক।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস50 লবণ ভাল, কিন্তু লবণ যদি লবণত্ব হারায়, তবে তোমরা কিসে তা আস্বাদযুক্ত করবে? তোমরা নিজ নিজ অন্তরে লবণ রাখ এবং পরস্পর শান্তিতে থাক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ50 “লবণ ভালো, কিন্তু লবণ যদি তার লবণত্ব হারায়, তাহলে তোমরা কীভাবে তা আবার লবণাক্ত করবে? তোমরা নিজেদের মধ্যে লবণের গুণ বজায় রাখো ও পরস্পরের সঙ্গে শান্তিতে সহাবস্থান করো।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)50 Laban bhála, kintu laban jadi labanatva‐hín hay, tabe kise táhá ásvád‐jukta karibá? Tomará antare labanjukta tháka, ebaṇg paraspar aikya rákha. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)50 লবণ ভাল জিনিষ কিন্তু লবণ যদি লবণত্ব হারায় তাহলে কি করে তোমরা তার লবণত্ব ফিরিয়ে আনবে? তোমাদের অন্তর লবণময় হোক এবং পরস্পর শান্তিতে থাক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)50 লবণ ভাল, কিন্তু লবণ যদি লবণত্ব হারায়, তবে তোমরা কিসে তাহা আস্বাদযুক্ত করিবে? তোমরা আপন আপন অন্তরে লবণ রাখ, এবং পরস্পর শান্তিতে থাক। অধ্যায় দেখুন |