মার্ক 9:3 - পবিত্র বাইবেল3 তাঁর পোশাক এত উজ্জ্বল ও শুভ্র হল যে পৃথিবীর কোন রজক সেই রকম সাদা করতে পারে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 আর তাঁর পোশাক উজ্জ্বল এবং অতিশয় শুভ্রবর্ণ হল, দুনিয়ার কোন ধোপার পক্ষে সেরকম শুভ্রবর্ণ করা সম্ভব নয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 তাঁর পরনের পোশাক উজ্জ্বল ও ধবধবে সাদা হয়ে উঠল। পৃথিবীর কোনও রজক পোশাককে সেরকম সাদা করতে পারে না। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)3 Táháte táṇhár paricchad ujjval, ebaṇg himer nyáy emat shubhra‐barna haila, je prithibístha kona rajak tádrisha shubhra‐barna karite páre ná. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তাঁর বসন হয়ে উঠল উজ্জ্বল ও শুভ্র। পৃথিবীর কোন রজক কাপড় এত সাদা করতে পারে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 আর তাঁহার বস্ত্র উজ্জ্বল, এবং অতিশয় শুভ্রবর্ণ হইল, পৃথিবীস্থ কোন রজক সেইরূপ শুভ্রবর্ণ করিতে পারে না। অধ্যায় দেখুন |