Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মার্ক 4:23 - পবিত্র বাইবেল

23 যদি তোমাদের কান থাকে তবে শোন!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 যার শুনবার কান আছে, সে শুনুক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 যদি কারও শোনবার মতো কান থাকে, সে শুনুক।”

অধ্যায় দেখুন কপি

Márk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)

23 Jáhár shunite karna thake se shunuk.

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

23 শোনার মত কান যার আছে সে শুনুক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 যাহার শুনিবার কাণ থাকে, সে শুনুক।

অধ্যায় দেখুন কপি




মার্ক 4:23
14 ক্রস রেফারেন্স  

তিনি তাদের বললেন, “যার শোনার মত কান আছে সে শুনুক।”


যার শোনবার মতো কান আছে সে শুনুক।


আত্মা মণ্ডলীগুলিকে কি বলছেন, যার শোনার মত কান আছে সে শুনুক।


“আত্মা মণ্ডলীগুলিকে কি বলছেন যার শোনার মতো কান আছে সে শুনুক। “যে জীবনে জয়ী হয়, তাকে আমি গুপ্ত মান্নার অংশ খেতে দেব এবং আমি তাদের প্রত্যেককে একটি করে সাদা পাথর দেব। সেই পাথরের ওপর একটা নতুন নাম লেখা আছে যা অন্য কেউ জানতে পারবে না, কেবল যে তা পাবে সেই জানতে পারবে।


“আত্মা মণ্ডলীগুলিকে কি বলছেন যার শোনার মত কান আছে সে শুনুক। যে জয়ী হয়, সে দ্বিতীয়বার মৃত্যু-আঘাত পাবে না।


“যার শোনার মত কান আছে সে শুনুক আত্মা মণ্ডলীগুলিকে কি বলছেন। যে বিজয়ী হয় আমি তাকে জীবন বৃক্ষের ফল খাওয়ার অধিকার দেব। এই বৃক্ষ রয়েছে ঈশ্বরের বাগানে।


যার শোনার মতো কান আছে সে শুনুক!”


তারপর যারা ধার্মিক প্রতিপন্ন হয়েছে, তারা পিতার রাজ্যে সূর্যের মতো উজ্জ্বল হয়ে দেখা দেবে। যার শোনার মতো কান আছে সে শুনুক!


আবার কিছু বীজ ভাল জমিতে পড়ল, সেগুলি বেড়ে উঠলে যা বোনা হয়েছিল তার একশো গুণ বেশী ফসল হল।” এই কথা বলার পর তিনি চিৎকার করে বললেন, “যার শোনবার মত কান আছে, সে শুনুক।”


তখন তা না জমির জন্য, না সারের গাদার জন্য উপযুক্ত থাকে, লোকে তা বাইরেই ফেলে দেয়। “যার শোনার মতো কান আছে সে শুনুক।”


আত্মা মণ্ডলীগুলিকে কি বলছেন যার শোনার মতো কান আছে সে শুনুক।


আত্মা মণ্ডলীগুলিকে কি বলছেন যার শোনার মত কান আছে সে শুনুক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন