Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মার্ক 4:22 - পবিত্র বাইবেল

22 কারণ এমন গোপন কিছুই নেই যা প্রকাশ করা যাবে না, এমন লুকানো কিছু নেই যা প্রকাশ হবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 কেননা এমন গুপ্ত কিছুই নেই যা প্রকাশিত হবে না; এমন লুকানো কিছুই নেই যা প্রকাশ পাবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 এতে যা কিছু গুপ্ত থাকে, তা প্রকাশ পায় এবং যা কিছু লুকোনো থাকে, তা প্রকাশ্যে নিয়ে আসা হয়।

অধ্যায় দেখুন কপি

Márk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)

22 Kenaná prakáshita ná haibe emat gupta kichui nái; eman ki, prakásh páibár áshaye‐i táhá lukkáyita haiyáche.

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

22 এমন কিছুই লুকানো থাকতে পারে না যা জানা যাবে না, এমন কিছুই গোপন থাকতে পারে না যা প্রকাশ পাবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 কেননা এমন গুপ্ত কিছুই নাই, যাহা প্রকাশিত হইবে না; এমন লুক্কায়িত কিছুই নাই, যাহা প্রকাশ পাইবে না।

অধ্যায় দেখুন কপি




মার্ক 4:22
10 ক্রস রেফারেন্স  

এমন কিছু লুকানো নেই যা প্রকাশ পাবে না, এমন কিছু গোপন নেই যা জানা যাবে না কিংবা আলোয় ফুটে উঠবে না।


তাই যথার্থ সময়ের আগে অর্থাৎ প্রভু আসার আগে, তোমরা কোন কিছুর বিচার করো না। আজ যা কিছু অন্ধকারে লুকানো আছে তিনি তা আলোতে প্রকাশ করবেন; আর তিনি মানুষের মনের গুপ্ত বিষয় জানিয়ে দেবেন।


আমি এসব কথা বলতে পারি যে ঈশ্বর তোমাদের যা কিছু জানাতে চেয়েছিলেন, সে সবই আমি তোমাদের জানিয়েছি।


কারণ আমরা যা দেখেছি ও শুনেছি তা না বলে থাকতে পারব না।”


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন