মার্ক 3:18 - পবিত্র বাইবেল18 আন্দ্রিয়, ফিলিপ, বর্থলময়, মথি, থোমা, আলফেয়ের ছেলে যাকোব, থদ্দেয়, দেশ-ভক্ত, দলের শিমোন অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আর আন্দ্রিয়, ফিলিপ, বর্থলময়, মথি, থোমা, আল্ফেয়ের পুত্র ইয়াকুব, থদ্দেয় ও উদ্যোগী শিমোন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 আন্দ্রিয়, ফিলিপ, বর্থলময়, মথি, থোমা, আলফেয়ের পুত্র যাকোব, থদ্দেয়, জিলট দলভুক্ত শিমোন, অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)18 [Anya sakaler nám] Ándriya o Philip o Barthalamay o Mathi o Thomá, ebaṇg Álfeyer puttra Jákob o Thaddeya o Kánání Shimon, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 আন্দ্রিয়, ফিলিপ বর্থলময়, মথি , থোমা, আলফেয়ের পুত্র যাকোব , থদ্দেয়, দেশভক্ত শিমোন অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আর আন্দ্রিয়, ফিলিপ, বর্থলময়, মথি, থোমা, আল্ফেয়ের পুত্র যাকোব, থদ্দেয়, ও উদ্যোগী শিমোন, অধ্যায় দেখুন |
যাকোব, পিতর এবং যোহন আপাতদৃষ্টিতে নেতা ছিলেন এবং তাঁরা যখন দেখলেন যে ঈশ্বর আমাকে প্রচারের একটি বিশেষ অনুগ্রহ দান করেছেন, তখন তাঁরা বার্ণবা এবং আমাকে তাদের সহভাগী হিসেবে গ্রহণ করেছিলেন। তাঁরা আমাদের বললেন, “আমরা এই ব্যবস্থায় সম্মত যে, আমরা, অর্থাৎ পৌল এবং বার্ণবা অ-ইহুদীদের কাছে প্রচারে যাব; আর তাঁরা অর্থাৎ যাকোব, পিতর ও যোহন ইহুদীদের কাছে যাবেন।”