মার্ক 3:11 - পবিত্র বাইবেল11 অশুচি আত্মায় পাওয়া রোগীরা তাঁকে দেখতে পেলেই তাঁর পায়ের সামনে পড়ে চেঁচিয়ে বলত, “আপনি ঈশ্বরের পুত্র!” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 আর নাপাক রূহ্রা তাঁকে দেখলেই তাঁর সম্মুখে পড়ে চেঁচিয়ে বলতো, আপনি আল্লাহ্র পুত্র; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 তাদের মধ্যে মন্দ-আত্মাগ্রস্ত ব্যক্তিরা তাঁকে দেখে তাঁর সামনে লুটিয়ে পড়ে চিৎকার করে বলছিল, “আপনিই সেই ঈশ্বরের পুত্র।” অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)11 Ár ashuci átmárá táṇháke dekhiyá táṇhár carane paṛiyá uccaissvare kahita, Ápani Íshvarer puttra. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 অপদেবতাগ্রস্ত লোকেরা তাঁকে দেখলেই তাঁর সামনে লুটিয়ে পড়ে চীৎকার করে বলত, আপনি ঈশ্বরের পুত্র। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 আর অশুচি আত্মারা তাঁহাকে দেখিলেই তাঁহার সম্মুখে পড়িয়া চেঁচাইয়া বলিত, আপনি ঈশ্বরের পুত্র; অধ্যায় দেখুন |
সে যীশুকে দেখতে পেয়ে চিৎকার করে উঠল ও তাঁর সামনে এসে উপুড় হয়ে পড়ে চিৎকার করে বলতে লাগল, “পরমেশ্বরের পুত্র যীশু, আমাকে নিয়ে আপনার কি কাজ, আমি আপনাকে মিনতি করছি, আমায় যন্ত্রণা দেবেন না।” সে এই কথা বলল, কারণ যীশু সেই ভূতকে তার মধ্য থেকে বার হয়ে যাবার জন্য হুকুম করলেন। সেই ভূত প্রায়ই লোকটাকে চেপে ধরত, তাকে বেড়ি ও শেকল দিয়ে বেঁধে রাখলেও তা ছিঁড়ে ফেলে ভূত তাকে প্রান্তরে তাড়িয়ে নিয়ে যেত।