মার্ক 13:33 - পবিত্র বাইবেল33 সাবধান! তোমরা সতর্ক থেকো। কারণ কখন যে সেই সময় হবে তোমরা তা জানো না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 সাবধান, তোমরা জেগে থেকো ও মুনাজাত করো; কেননা সেই সময় কবে হবে, তা জান না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 সতর্ক হও! তোমরা সজাগ থেকো! কারণ তোমরা জানো না সেই সময় কখন আসবে। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)33 Tomará sábadhán tháka, o jágrat haiyá prárthaná kara; kenaná sei samay kabe haibe, táhá jána ná. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 কিন্তু তোমরা সতর্ক থেকো, সজাগ থেকো কারণ কখন সেই লগ্ন ঘনাবে তা তোমরা জান না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 সাবধান, তোমরা জাগিয়া থাকিও ও প্রার্থনা করিও; কেননা সে সময় কবে হইবে, তাহা জান না। অধ্যায় দেখুন |