মার্ক 12:9 - পবিত্র বাইবেল9 “তখন সেই দ্রাক্ষা ক্ষেতের মালিক কি করবেন? তিনি এসে চাষীদের মেরে ফেলবেন এবং সেই দ্রাক্ষা ক্ষেতটি অন্যদের দিয়ে দেবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 সেই আঙ্গুর-ক্ষেতের মালিক কি করবেন? তিনি এসে সেই কৃষকদেরকে বিনষ্ট করবেন এবং ক্ষেত অন্য লোকদেরকে দেবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 “দ্রাক্ষাক্ষেতের মালিক তখন কী করবেন? তিনি এসে ওইসব ভাগচাষিদের হত্যা করবেন এবং দ্রাক্ষাক্ষেতটি অন্যদের দেবেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)9 Ataeb sei drákshá‐kshetrer kartá ki kariben? Tini ásiyá ai krishakdigake nashta kariyá kshetra anyadigake diben. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 দ্রাক্ষাকুঞ্জের মালিক এবার কি করবেন? তিনি স্বয়ং এসে সেই চাষীদের ধ্বংস করবেন এবং দ্রাক্ষাকুঞ্জটি অন্য চাষীদের কাচে বিলি করে দেবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 সেই দ্রাক্ষাক্ষেত্রের কর্ত্তা কি করিবেন? তিনি আসিয়া সেই কৃষকদিগকে বিনষ্ট করিবেন, এবং ক্ষেত্র অন্য লোকদিগকে দিবেন। অধ্যায় দেখুন |
তোমাদের প্রভু ঈশ্বর যে কটি ভালো প্রতিশ্রুতি করেছিলেন আমাদের কাছে তার প্রত্যেকটি আজ সত্যে পরিণত হয়েছে। একই ভাবে তিনি তাঁর অন্যান্য প্রতিশ্রুতিও সফল করে তুলবেন। তিনি বলেছিলেন যদি তোমরা অন্যায় করো তাহলে তোমাদের অমঙ্গল হবে। তিনি প্রতিশ্রুতি করে বলেছিলেন, অন্যায় করলে তিনি তোমাদের জোর করে এই সুন্দর দেশ থেকে বিতাড়িত করবেন।