মার্ক 11:11 - পবিত্র বাইবেল11 তিনি জেরুশালেমে ঢুকে মন্দিরে গেলেন। সেখানে চারদিকের সমস্ত কিছু লক্ষ্য করলেন; কিন্তু সন্ধ্যে হয়ে যাওয়ায় বারোজন প্রেরিতকে সঙ্গে নিয়ে তিনি বৈথনিয়াতে ফিরে গেলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 পরে তিনি জেরুশালেমে প্রবেশ করে বায়তুল-মোকাদ্দসে গেলেন, আর চারদিকে দৃষ্টিপাত করে সকলই দেখে বেলা অবসান হওয়াতে সেই বারো জনের সঙ্গে বের হয়ে বৈথনিয়াতে গমন করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 যীশু জেরুশালেমে প্রবেশ করে মন্দিরে গেলেন। তিনি চারপাশের সবকিছু লক্ষ্য করতে লাগলেন। কিন্তু ইতিমধ্যে অনেক দেরি হওয়াতে, তিনি সেই বারোজনের সঙ্গে বেথানিতে চলে গেলেন। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)11 Ei rúpe Jíshu Jirúsháleme prabesh kariyá mandire gelen, pare caturdige drishṭipát kariyá sakali dekhiyá belá abasán hawáte dvádash shishyake sange laiyá báhir haiyá Baithaniyáte gaman karilen. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 যীশু জেরুশালেমে এসে মন্দিরে গেলেন। চারিদিকে সবকিছু দেখার পর বারোজন শিষ্যকে নিয়ে তিনি আবার বেথানিতে চলে গেলেন। কারণ ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গিয়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 পরে তিনি যিরূশালেমে প্রবেশ করিয়া ধর্ম্মধামে গেলেন, আর চারিদিকে দৃষ্টিপাত করিয়া সকলই দেখিয়া বেলা অবসান হওয়াতে সেই বারো জনের সঙ্গে বাহির হইয়া বৈথনিয়াতে গমন করিলেন। অধ্যায় দেখুন |