মার্ক 10:30 - পবিত্র বাইবেল30 তার বদলে সে এই জগতে তার শতগুণ ফিরে পাবে। তাকে তাড়না ভোগ করতে হলেও এই জগতে শতগুণ বাড়িঘর, ভাইবোন, মা, ছেলেমেয়ে এবং জমিজমা পাবে, আর পরবর্তী যুগে পাবে অনন্ত জীবন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 সে বাড়ি, ভাই-বোন, মা, সন্তান-সন্তুতি ও জায়গা-জমি, নির্যাতনের সঙ্গে এসব পাবে এবং আগামী যুগে অনন্ত জীবন পাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 সে এই জীবনেই বাড়িঘর, ভাইবোন, মা-বাবা, সন্তানসন্ততি ও জমিজায়গা লাভ করবে ও সেই সঙ্গে নির্যাতন ভোগ করবে। কিন্তু ভাবীকালে অনন্ত জীবন লাভ করবে। অধ্যায় দেখুনMárk-Likhita Susamácár 1882 (Romanised Bengali)30 ekhan arthát ihakále táṛanár sahit griha o bhrátá o bhaginí o mátá o santán o kshetrer shatagun, ebaṇg ágámi juge ananta jíban ná páibe. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 ইহজীবনেই তার শতগুণ ফিরে পাবে না। সে ইহজীবনেই ঘরবাড়ি, ভাই-বোন, মা-বাবা, ছেলেমেয়ে, জমিজমা লাভ করবে এবং সেই সঙ্গে নির্যাতনও ভোগ করবে। আগাম যুগে সে লাভ করবে অনন্ত জীবন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 সে বাটী, ভ্রাতা, ভগিনী, মাতা, সন্তান ও ক্ষেত্র, তাড়নার সহিত এই সকল পাইবে, এবং আগামী যুগে অনন্ত জীবন পাইবে। অধ্যায় দেখুন |