মথি 8:30 - পবিত্র বাইবেল30 সেখান থেকে কিছু দূরে এক পাল শুয়োর চরছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 তখন তাদের থেকে কিছু দূরে বড় একটি শূকরের পাল চরছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 তাদের কাছ থেকে কিছুটা দূরে একপাল শূকর চরে বেড়াচ্ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 তাদের কাছ থেকে কিছুটা দূরে বেশ বড় একটা শূকরের পাল চরছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 তখন তাহাদের হইতে কিছু দূরে বৃহৎ এক শূকর পাল চরিতেছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 তখন তাদের থেকে কিছু দূরে বড় এক শূকর পাল চরছিল। অধ্যায় দেখুন |
কোন কোন লোক বলির জন্য ষাঁড় হত্যা করে কিন্তু তারা মানুষকেও নির্যাতন করে। তারা মেষবলি দিলেও কুকুরের ঘাড় মটকে দেয়! তারা শস্য নৈবেদ্য দিলেও শুয়োরের রক্তও নৈবেদ্য দেয়। সেই মানুষগুলি ধূপ জ্বালালেও ভালবাসে মূল্যহীন মূর্ত্তিগুলোকে। তারা নিজেদের পথে চলতে ভালবাসে এবং ভালবাসে তাদের ভয়ঙ্কর মূর্ত্তিগুলিকে।