মথি 5:7 - পবিত্র বাইবেল7 যারা দয়াবান তারা ধন্য, কারণ তারা দয়া পাবে। যাদের অন্তর পরিশুদ্ধ তারা ধন্য, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 ধন্য যারা করুণা করে, কারণ তারা করুণা পাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 ধন্য তারা, যারা দয়াবান, কারণ তাদের প্রতি দয়া প্রদর্শিত হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 অপরের প্রতি করুণায় পূর্ণ যাদের হৃদয় তারাই ধন্য। ঈশ্বরের করুণা তাদেরই জন্য অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 ধন্য যারা দয়াশীল, কারণ তারা দয়া পাবে। অধ্যায় দেখুন |
সেই তিনজন লোক বলল, “মরুভূমিতে যে লোকরা রয়েছে তারা ক্লান্ত, ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত।” তাই তারা দায়ূদের জন্য এবং তাঁর সঙ্গে যে লোকরা ছিল তাদের জন্য অনেক কিছু জিনিস এনেছিল। তারা বিছানা এবং অন্যান্য পাত্রাদি এনেছিল। এছাড়াও তারা গম, যব, ময়দা, ভাজা শস্য, বীন, শাক, শুকনো বীজ, মধু, মাখন, মেষ এবং পনীর এনেছিল।