মথি 5:47 - পবিত্র বাইবেল47 তোমরা যদি কেবল তোমাদের ভাইদেরই শুভেচ্ছা জানাও, তবে অন্যদের থেকে আর বেশী কি করলে? বিধর্মীরাও তো এমন করে থাকে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস47 আর তোমরা যদি কেবল আপন আপন ভাইদেরকে সালাম জানাও, তবে বেশি কি কাজ কর? অ-ইহুদীরাও কি সেরকম করে না? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ47 আর তোমরা যদি কেবলমাত্র তোমাদের ভাইদেরই নমস্কার করো, তাহলে অন্যদের চেয়ে বেশি আর কী করছ? পরজাতীয়েরাও কি সেরকম করে না? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)47 তোমরা যদি কেবল তোমাদের ভাই-বন্ধুদেরই সাদর সম্ভাষণ জানাও, তাহলে অন্যদের চেয়ে এমন বেশী কি করলে? অন্য জাতির লোকেরাও তো তাই করে থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)47 আর তোমরা যদি কেবল আপন আপন ভ্রাতৃগণকে মঙ্গলবাদ কর, তবে অধিক কি কর্ম্ম কর? পরজাতীয়েরাও কি সেইরূপ করে না? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী47 আর তোমরা যদি কেবল নিজের নিজের ভাইদেরকে শুভেচ্ছা জানাও, তবে বেশি কি কাজ কর? অইহূদিরাও কি সেইভাবে করে না? অধ্যায় দেখুন |