মথি 5:4 - পবিত্র বাইবেল4 ধন্য সেই লোকেরা যারা শোক করে, কারণ তারা ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা পাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 ধন্য যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা পাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 ধন্য তারা, যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা পাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 শোকার্ত যারা, তারাই ধন্য সান্ত্বনা পাবে তারা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 ধন্য যারা দুঃখ করে, কারণ তারা সান্ত্বনা পাবে। অধ্যায় দেখুন |
আমি দায়ূদের ও পরিবারের সদস্যদের এবং জেরুশালেমে বাসকারী লোকদের আমি ক্ষমাশীল ও দয়ায় ভরা আত্মা দেব। তারা আমার দিকে তাকাবে, সেই একজন যাকে তারা বিদ্ধ করেছিল এবং তারা বিলাপ করবে। একমাত্র পুত্রের বিয়োগে লোকে যেমন শোক করে তারা সেরকম তীব্রভাবে কাঁদবে। একজনের প্রথমজাত পুত্রের মৃত্যুতে লোকে যেমন শোক করে, তারা তেমনই শোক করবে।