মথি 3:2 - পবিত্র বাইবেল2 তিনি বললেন, “তোমরা মন ফেরাও, দেখ স্বর্গরাজ্য এসে পড়ল।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 তিনি বললেন, ‘তওবা কর, কেননা বেহেশতী-রাজ্য সন্নিকট হল।’ অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 “মন পরিবর্তন করো, কারণ স্বর্গরাজ্য এসে পড়ল।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 তোমরা অনুতাপ কর, ফিরে এস। ঐশরাজ্য সমাগত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 তিনি বলিলেন, ‘মন ফিরাও, কেননা স্বর্গ-রাজ্য সন্নিকট হইল।’ অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 তিনি বললেন, মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য নিকটে। অধ্যায় দেখুন |
“তুমি তাদের বলবে, ‘প্রভু আমার সদাপ্রভু বলেন: আমার জীবনের দিব্য, কোন লোকের মৃত্যুতে আমি কোন আনন্দ অনুভব করি না; এমনকি একজন দুষ্ট লোকের মৃত্যুতেও নয়। আমি চাই না যে তারা মারা যাক্। আমি চাই যেন ঐ দুষ্ট লোকেরা ফিরে আসে। আমি চাই যে তারা তাদের জীবন ধারার পরিবর্ত্তন করুক এবং একটি সত্যিকারের জীবনযাপন করুক! তাই আমার কাছে ফিরে এস! মন্দ কাজ করা থেকে বিরত হও! ওহে ইস্রায়েলের পরিবার, তোমরা কেন মরবে?’