মথি 25:32 - পবিত্র বাইবেল32 তখন সমস্ত জাতি তাঁর সামনে জড়ো হবে। রাখাল যেমন ভেড়া ও ছাগল আলাদা করে, তেমনি তিনি সব লোককে দুভাগে ভাগ করবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 আর সমস্ত জাতি তাঁর সম্মুখে একসংগে জমায়েত করা হবে; পরে তিনি তাদের এক জন থেকে অন্য জনকে পৃথক করবেন, যেমন পালরক্ষক ছাগল থেকে ভেড়া পৃথক করে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ32 সমস্ত জাতিকে তাঁর সামনে উপস্থিত করা হবে। তিনি লোকেদের, একজন থেকে অপরজনকে পৃথক করবেন, যেভাবে মেষপালক ছাগদের মধ্য থেকে মেষদের পৃথক করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 তখন তাঁর সম্মুখে সর্ব জাতিকে একত্র করা হবে। মেষপালক যেমন ছাগ ও মেষ পৃথক করে, ঠিক সেইভাবে তিনি তাদের পৃথক করবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 আর সমুদয় জাতি তাঁহার সম্মুখে একত্রীকৃত হইবে; পরে তিনি তাহাদের এক জন হইতে অন্য জনকে পৃথক্ করিবেন, যেমন পালরক্ষক ছাগ হইতে মেষ পৃথক্ করে; অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী32 আর সমস্ত জাতি তাঁর সামনে জমায়েত হবে, পরে তিনি তাদের একজন থেকে অন্য জনকে আলাদা করবেন, যেমন পালরক্ষক ছাগলের পাল থেকে ভেড়া আলাদা করে, অধ্যায় দেখুন |