মথি 10:30 - পবিত্র বাইবেল30 হ্যাঁ, এমন কি তোমাদের মাথার সব চুলও গোনা আছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 কিন্তু তোমাদের মাথার কেশগুলোও সমস্ত গণনা করা আছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 এমনকি, তোমাদের মাথার চুলগুলিরও সংখ্যা গোনা আছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 এমন কি, তোমাদের প্রত্যেকের মাথার চুলেরও হিসাব রয়েছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 কিন্তু তোমাদের মস্তকের কেশগুলিও সমস্ত গণিত আছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 কিন্তু তোমাদের মাথার চুলগুলিও সব গোনা আছে। অধ্যায় দেখুন |
তখন সৈন্যরা শৌলকে বলল, “যোনাথন আজ ইস্রায়েলের জয়ের নায়ক। তাকে কি মরতেই হবে? কখনোই না। আমরা জীবন্ত ঈশ্বরের নামে দিব্যি করে বলছি, কেউ যোনাথনের গায়ে হাত দেব না। তার একটি চুলও মাটিতে পড়বে না। স্বয়ং ঈশ্বর যোনাথনকে পলেষ্টীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করেছেন।” এইভাবে তারা যোনাথনকে বাঁচাল। তাকে আর মরতে হল না।
মহিলা বলল, “আপনার প্রভু ঈশ্বরের নামে শপথ করে বলুন যে আপনি সেই সব লোকদের বাধা দেবেন। তারা আমার পুত্রকে তার ভাইকে হত্যা করার জন্য শাস্তি দিতে চাইছে। আপনি শপথ করুন যে ঐ লোকদের আপনি আমার পুত্রকে হত্যা করতে দেবেন না।” দায়ূদ বললেন, “অস্তিত্বময় প্রভুর নামে শপথ নিয়ে বলছি, কেউ তোমার পুত্রের ক্ষতি করতে পারবে না। এমনকি তার মাথার একটা চুলও মাটিতে পড়বে না।”