মথি 10:3 - পবিত্র বাইবেল3 ফিলিপ ও বর্থলময়, থোমা ও কর আদায়কারী মথি, আলফেয়ের ছেলে যাকোব ও থদ্দেয়, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 ফিলিপ ও বর্থলময়, থোমা ও কর-আদায়কারী মথি, আল্ফেয়ের পুত্র ইয়াকুব ও থদ্দেয়, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 ফিলিপ ও বর্থলময়; থোমা ও কর আদায়কারী মথি; আলফেয়ের পুত্র যাকোব ও থদ্দেয়; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 ফিলিপ ও বার-থলময়, থোমা ও কর আদায়কারী মথি , আলফেয়ের পুত্র যাকোব ও থদ্দেয়, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 ফিলিপ ও বর্থলময়, থোমা ও করগ্রাহী মথি, আল্ফেয়ের পুত্র যাকোব ও থদ্দেয়, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 ফিলিপ ও বর্থলময়, মথি, থোমা ও কর আদায়কারী, আলফেয়ের ছেলে যাকোব ও থদ্দেয়, অধ্যায় দেখুন |
যাকোব, পিতর এবং যোহন আপাতদৃষ্টিতে নেতা ছিলেন এবং তাঁরা যখন দেখলেন যে ঈশ্বর আমাকে প্রচারের একটি বিশেষ অনুগ্রহ দান করেছেন, তখন তাঁরা বার্ণবা এবং আমাকে তাদের সহভাগী হিসেবে গ্রহণ করেছিলেন। তাঁরা আমাদের বললেন, “আমরা এই ব্যবস্থায় সম্মত যে, আমরা, অর্থাৎ পৌল এবং বার্ণবা অ-ইহুদীদের কাছে প্রচারে যাব; আর তাঁরা অর্থাৎ যাকোব, পিতর ও যোহন ইহুদীদের কাছে যাবেন।”