Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মথি 1:13 - পবিত্র বাইবেল

13 সরুব্বাবিলের ছেলে অবীহূদ। অবীহূদের ছেলে ইলীয়াকীম। ইলীয়াকীমের ছেলে আসোর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 সরুব্বাবিলের পুত্র অবীহূদ; অবীহূদের পুত্র ইলীয়াকীম; ইলীয়াকীমের পুত্র আসোর;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 সরুব্বাবিলের পুত্র অবীহূদ, অবীহূদের পুত্র ইলিয়াকীম, ইলিয়াকীমের পুত্র আসোর।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 সরুব্বাবিলের পুত্র অবীহূদ, অবীহূদের পুত্র ইলীয়াকীম, ইলীয়াকীমের পুত্র আসোর;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 সরুব্বাবিলের পুত্র অবীহূদ; অবীহূদের পুত্র ইলীয়াকীম; ইলীয়াকীমের পুত্র আসোর;

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 সরুব্বাবিলের ছেলে অবীহূদ; অবীহূদের ছেলে ইলীয়াকীম; ইলীয়াকীমের ছেলে আসোর;

অধ্যায় দেখুন কপি




মথি 1:13
3 ক্রস রেফারেন্স  

দারিয়াবস রাজার রাজত্বকালের দ্বিতীয় বছরের ষষ্ঠ মাসের প্রথম দিনে প্রভু হগয় ভাববাদীর মধ্য দিয়ে সরুব্বাবিলের ও যিহোশূযের কাছে কথা বললেন। সরুব্বাবিল ছিলেন শল্টীয়েলের পুত্র এবং যিহূদার রাজ্যপাল এবং যিহোশূয় ছিলেন মহাযাজক। এই হল সেই বার্তা।


যিকনিয়ের ছেলে শল্টীয়েল। ইনি বাবিলে নির্বাসনের পর জন্মেছিলেন। শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল।


আসোরের ছেলে সাদোক। সাদোকের ছেলে আখীম। আখীমের ছেলে ইলীহূদ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন