বিলাপ 4:13 - পবিত্র বাইবেল13 কিন্তু এটাই ঘটেছে কারণ জেরুশালেমের ভাববাদীরা পাপ কাজ করেছে। এটা ঘটেছে কারণ জেরুশালেমের যাজকরা পাপ কাজ করেছে। ঐসব লোকরা জেরুশালেম শহরে ভাল মানুষদের হত্যা করেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 এর কারণ তার নবীদের গুনাহ্ ও তার ইমামদের অপরাধ; কেননা তারা তার মধ্যে ধার্মিকদের রক্তপাত করতো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 কিন্তু তার ভাববাদীদের পাপের জন্য এইরকম ঘটেছে, এবং তার যাজকদের শঠতার জন্য, যারা তারই মধ্যে বসে ধার্মিক লোকদের রক্তপাত করেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 তাও একদিন হল সম্ভব, এর কারণ পাপ—জেরুশালেমের নবীদের পাপ, আর অনাচারী পুরোহিতকুলের পাপ, তারা বহু নিরীহ মানুষের প্রাণনাশ করেছেএই নগরীর বুকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 ইহার কারণ তাহার ভাববাদিগণের পাপ ও তাহার যাজকগণের অপরাধ; কেননা তাহারা তাহার মধ্যে ধার্ম্মিকগণের রক্তপাত করিত। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 এর কারণ তার ভাববাদীদের পাপ ও যাজকদের অপরাধ; যারা তার মধ্যে ধার্ম্মিকদের রক্তপাত করত। অধ্যায় দেখুন |
তখন প্রভু আমাকে বলেছিলেন, “যিরমিয়, ঐ ভাববাদীরা আমার নাম নিয়ে মিথ্যে ধর্মোপদেশ প্রচার করছে। আমি ঐ ভাববাদীদের পাঠাই নি। আমি তাদের আমার কথা দিয়ে আদেশও দিইনি। ঐ ভাববাদীরা মিথ্যে দর্শন, মূল্যহীন যাদু এবং জাগরণ-স্বপ্ন প্রচার করছে। সেটা তাদের নিজস্ব ধ্যান-ধারণা। যে ধারণা অন্তঃসারশূন্য ভোজবাজি ছাড়া আর কিছু নয়।