বিলাপ 4:10 - পবিত্র বাইবেল10 এমনকি, সমস্ত সুন্দরী মায়েরা তাদের সন্তানদেরই খাদ্যের মতো রান্না করেছে। ওই শিশুগুলি তাদের মায়েদের খাদ্য হয়ে উঠেছিল। আমার লোকদের ধ্বংসের সময় এটা ঘটেছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 স্নেহময়ী স্ত্রীদের হাত নিজ নিজ শিশু রান্না করেছে; আমার জাতিরূপ কন্যার ভঙ্গের কারণে এরা তাদের খাদ্যদ্রব্য হয়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 স্নেহশীলা নারীরা তাদের নিজেদের হাতে, তাদেরই ছেলেমেয়েদের রান্না করেছে, তারা তখন তাদের খাদ্যে পরিণত হয়েছে, যখন আমার প্রজারা ধ্বংস হয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 বিভীষিকার মত নেমে এসেছে চরম বিপর্যয় আমার প্রজাদের উপর, স্নেহময়ী মাতা আপন সন্তানে খাদ্যরূপে করেছে ভোজন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 স্নেহময়ী স্ত্রীগণের হস্ত আপন আপন শিশু রন্ধন করিয়াছে; আমার জাতিরূপ কন্যার ভঙ্গপ্রযুক্ত ইহারা তাহাদের খাদ্যদ্রব্য হইয়াছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 দয়াবতী স্ত্রীদের হাত নিজের নিজের শিশু রান্না করেছে; আমার লোকের মেয়েদের ধ্বংসের জন্য এরা তাদের খাবার হয়েছে। অধ্যায় দেখুন |