Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 3:61 - পবিত্র বাইবেল

61 প্রভু, ওরা কিভাবে আমাকে অপমান করেছে তা শুনুন। আমার বিরুদ্ধে ওদের সমস্ত শয়তানি পরিকল্পনার কথা শুনুন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

61 হে মাবুদ, তুমি ওদের টিটকারি ও আমার বিরুদ্ধে কৃত ওদের সমস্ত সঙ্কল্প শুনেছ;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

61 হে সদাপ্রভু, তুমি তাদের টিটকিরি, আমার বিরুদ্ধে তাদের সব ষড়যন্ত্রের কথা শুনেছ,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

61 হে প্রভু পরমেশ্বর, কি অপমান তারা করে আমায়, শুনেছ সবই তুমি। তুমি তো জান তাদের সকল মন্ত্রণা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

61 হে সদাপ্রভু, তুমি উহাদের টিটকারি ও আমার বিরুদ্ধে কৃত উহাদের সমস্ত সঙ্কল্প শুনিয়াছ;

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

61 হে সদাপ্রভু, তুমি ওদের অবজ্ঞা ও আমার বিরুদ্ধে করা ওদের সকল পরিকল্পনা শুনেছ;

অধ্যায় দেখুন কপি




বিলাপ 3:61
6 ক্রস রেফারেন্স  

আমাদের কি ঘটেছে তা স্মরণ করুন প্রভু। দেখুন আমরা কতটা লজ্জিত।


প্রভু বলেছেন, “মোয়াব এবং অম্মোনবাসীরা কি করেছে তা আমি জানি। ঐ লোকরা আমার লোকজনদের অস্বস্তিতে ফেলেছে। ঐ লোকরা তাদের নিজের দেশকে বাড়াবার জন্য তাদের জমি নিয়েছে।


হে প্রভু, স্মরণে রাখবেন, কেমন করে লোকরা আপনার দাসকে অপমান করেছিলো। প্রভু, আপনার শত্রুদের কাছ থেকে সেই সব অপমান আমায় শুনতে হয়েছে। ওই লোকরা আপনার মনোনীত রাজাকে অপমান করেছে।


প্রভু মনে রাখবেন কেমন করে শত্রুরা আপনাকে অপমান করেছিলো! ঐ লোকগুলো আপনাকে অপমান করেছিল। ঐসব মূর্খ লোক আপনার নামকে ঘৃণা ও নিন্দে করেছে!


ওই লোকটির গাল বাড়িয়ে চড় খাওয়া উচিত। ওই ব্যক্তির উচিত অন্যদের তাকে অপমান করতে দেওয়া।


প্রভু, আমাকে হত্যা করবার জন্য ওরা যে পরিকল্পনা করেছিল আপনি তা জানেন। ওদের এই অপরাধ ক্ষমা করবেন না। ওদের পাপকে মুছে দেবেন না। আমার শত্রুদের ধ্বংস করে দিন। যখন আপনি ক্রুদ্ধ হবেন তখন ওদের শাস্তি দেবেন!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন