Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 3:49 - পবিত্র বাইবেল

49 যতক্ষণ পর্যন্ত না প্রভু স্বর্গ থেকে নীচে দেখেন

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

49 আমার চোখ অবিশ্রান্ত অশ্রুতে ভাসছে, বিরাম পায় না,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

49 আমার অশ্রু অবিরাম বয়ে যায়, তার কোনো উপশম হয় না,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

49 বাঁধভাঙ্গা স্রোতের মত বয়ে যায় অবিরল আমার এ দুটি নয়নের জল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

49 আমার চক্ষু অবিশ্রান্ত অশ্রুতে ভাসিতেছে, বিরাম পায় না,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

49 আমার চোখে সবদিন জলে বয়ে যাচ্ছে, থামে না,

অধ্যায় দেখুন কপি




বিলাপ 3:49
4 ক্রস রেফারেন্স  

“যিরমিয়, যিহূদার লোকদের কাছে এই বাণী উচ্চারণ করো: ‘আমার চোখ জলে ভরে গিয়েছে, দিন রাত্রি আমি শুধুই কাঁদব। আমি আমার অক্ষত-যোনী কন্যার জন্য কাঁদব এবং কাঁদব আমার লোকেদের জন্য। কারণ কেউ তাদের আঘাত করেছে। তারা গুরুতরভাবে আহত।


আমার প্রভু, যখনই আমি সমস্যায় পড়ি তখনই আমি আপনার কাছে আসি। সারা রাত আমি আপনার দিকে আমার দুবাহু বাড়িয়ে দিয়েছিলাম। আমার আত্মা আরাম পেতে অস্বীকার করেছিল।


“আমি এ সবের জন্য কাঁদলাম। আমার দুচোখ বেয়ে অঝোরে জল গড়াতে থাকলো। আমাকে শান্তি দেওয়ার, সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না। এমন কেউ ছিল না যে আমাকে একটু স্বস্তি দিতে পারত। শত্রুরা জয়লাভ করায় আমার সন্তানগণ পরিত্যক্ত ভূমির মতো হয়ে উঠলো।”


তুমি তোমার হৃদয় দিয়ে প্রভুর কাছে কেঁদে বল, হে সিয়োন কন্যার দেওয়াল, নদীর মত অশ্রু গড়িয়ে পড়ুক! দিনে এবং রাতে তোমার অশ্রু বয়ে যাক্। তুমি থেমো না! তোমার চোখকে স্থির থাকতে দিও না!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন