বিলাপ 3:48 - পবিত্র বাইবেল48 আমার চোখ বেয়ে জলের স্রোত নেমেছে! আমি আমার লোকদের ধ্বংসের জন্য কেঁদেছি! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস48 আমার জাতিরূপ কন্যার ভঙ্গের কারণে আমার চোখ থেকে পানির ধারা বইছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ48 আমার দু-চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যাচ্ছে কেননা আমার লোকেরা ধ্বংস হয়ে যাচ্ছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)48 স্বজাতির বিনাশে অবিরাম অশ্রুধারায় ভরে গেছে দুটি নয়ন আমার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)48 আমার জাতিরূপ কন্যার ভঙ্গ প্রযুক্ত আমার চক্ষু হইতে জলধারা বহিতেছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী48 আমার লোকের মেয়ের ধ্বংসের জন্য আমার চোখে জলের ধারা বয়ে যাচ্ছে। অধ্যায় দেখুন |