Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 3:41 - পবিত্র বাইবেল

41 স্বর্গের ঈশ্বরের প্রতি হৃদয় এবং আমাদের হাত উত্তোলন করা উচিৎ‌।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

41 এসো, হস্তযুগলের সঙ্গে হৃদয়কেও বেহেশত-নিবাসী আল্লাহ্‌র দিকে উত্তোলন করি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

41 এসো, আমরা স্বর্গের ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের হৃদয় ও আমাদের হাতগুলি তুলে ধরি, এবং বলি:

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

41 এস উন্মুক্ত করে আপন হৃদয়, স্বর্গের অধীশ্বরের কাছে জানাই আকুল প্রার্থনা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

41 আইস, হস্তযুগলের সহিত হৃদয়কেও স্বর্গনিবাসী ঈশ্বরের দিকে উত্তোলন করি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

41 এস, হাতের সঙ্গে হৃদয়কে ও স্বর্গের নিবাসী ঈশ্বরের দিকে হাত উঠাই এবং প্রার্থনা করি:

অধ্যায় দেখুন কপি




বিলাপ 3:41
10 ক্রস রেফারেন্স  

প্রভু, আমি নিজেকে আপনার হাতে সমর্পণ করেছি।


প্রভু, আমার দু হাত তুলে আপনার পবিত্রতম স্থানে আমি প্রার্থনা জানাই। যখন আমি আপনাকে ডাকি আমার ডাক শুনুন। আমার প্রতি কৃপা প্রদর্শন করুন।


প্রভু, আমার জীবন আমি আপনার হাতে দিলাম। আমি আপনার দাস, তাই আমায় সুখী করুন।


তোমাদের ওপর গভীর মায়া মমতা থাকাতে তোমাদের কেবল যে ঈশ্বরের সুসমাচারের অংশীদার করতে চেয়েছিলাম তা নয়, আমরা নিজেদের জীবনও তোমাদের জন্য উৎসর্গ করতে চেয়েছিলাম, কারণ তোমরা আমাদের খুব প্রিয় ছিলে।


প্রভু আমার প্রার্থনা গ্রহণ করুন; এটা যেন জ্বলন্ত ধূপের সুগন্ধির মত হয়। এটা যেন সান্ধ্যকালীন উৎসর্গের মত হয়।


হ্যাঁ, আমার এ জীবনে আমি আপনারই প্রশংসা করবো। আপনার পবিত্র নামে আমি দু-হাত তুলে প্রার্থনা করবো।


কিন্তু ইয়োব, তুমি তোমার হৃদয়কে ঈশ্বরমুখী করো এবং তাঁর কাছে প্রার্থনা রত তোমার হাত দুটি তুলে ধরো।


সেবকগণ দুহাত তুলে তোমরা প্রভুর প্রশংসা কর।


ঈশ্বর ওপরে, আরো ওপরে। তিনি থাকবেন চিরকাল। তাঁর নাম পবিত্র। ঈশ্বর বলেন, “আমি অনেক উঁচু ও পবিত্র স্থানে বাস করলেও যারা দুঃখীত ও বিনীত তাদের সঙ্গেও আমি থাকি। যাদের আত্মা অনিষ্টকারী তাদের আমি নতুন জীবন দেব। যাদের মনে দুঃখ রয়েছে আমি তাদের নতুন জীবন দেব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন