বিলাপ 2:19 - পবিত্র বাইবেল19 ওঠ! রাত্রে চিৎকার করে কাঁদ। রাত্রের প্রতিটি প্রহরের শুরুতে চিৎকার করে কাঁদ! তোমার হৃদয়কে জলের মত ঢেলে দাও! প্রভুর সামনে তোমার হৃদয়কে ঢেলে দাও! প্রভুর কাছে প্রার্থনায় তোমার হাত তুলে ধর। তাঁকে বল তোমার ছেলেমেয়েদের যেন বাঁচিয়ে রাখেন। তাঁকে বল তোমার যে ছেলেমেয়েরা উপবাসে মূর্ছা যাচ্ছে তাদের যেন তিনি বাঁচিয়ে রাখেন। শহরের রাস্তায় রাস্তায় তারা উপবাসে মূর্ছা যাচ্ছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 উঠ, রাতের বেলায় প্রত্যেক প্রহরের আরম্ভে মাতম কর, প্রভুর সম্মুখে তোমার অন্তর পানির মত ঢেলে দাও, তাঁর উদ্দেশে হাত তোল, তোমার শিশুদের প্রাণ রক্ষার্থে, যারা প্রতি রাস্তার মোড়ে মোড়ে ক্ষুধায় মূর্চ্ছাপন্ন রয়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 রাতের প্রহর শুরু হলে পর ওঠো, রাত্রিকালে কাঁদতে থাকো; প্রভুর সামনে জলের মতো তোমার হৃদয় ঢেলে দাও তাঁর উদ্দেশ্যে তোমার দু-হাত তুলে ধরো, তোমার ছেলেমেয়েদের প্রাণরক্ষার জন্য, যারা প্রত্যেকটি পথের মোড়ে ক্ষুধায় মূর্ছিত হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 রাত্রির প্রহরে প্রহরে জাগ, অবিরল অশ্রু ধারায় উজাড় করে দাও হৃদয় তোমার প্রভুর চরণে, ভিক্ষা চাও সন্তানদের প্রাণ, পথের কোণে কোণে অনাহারে মরছে যারা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 উঠ, রাত্রিকালে প্রত্যেক প্রহরের আরম্ভে বিলাপ কর, প্রভুর সম্মুখে আপন হৃদয় জলের ন্যায় ঢালিয়া দেও, তাঁহার উদ্দেশে হস্ত উত্তোলন কর, তোমার শিশুগণের প্রাণরক্ষার্থে, যাহারা প্রতি পথের মস্তকে ক্ষুধায় মূর্চ্ছাপন্ন রহিয়াছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 দাঁড়াও এবং রাতের প্রত্যেক প্রহরের শুরুতে কাঁদ, প্রভুর সামনে তোমার হৃদয় জলের মতো ঢেলে দাও, তার দিকে হাত তোমার হাত তোলো, তোমার ছেলে মেয়েদের প্রাণের জন্য, যারা সব রাস্তার মাথায় খিদেতে দুর্বল আছে।” অধ্যায় দেখুন |