বিচারকর্তৃগণ 9:40 - পবিত্র বাইবেল40 অবীমেলক তাঁর লোকজন নিয়ে গাল ও তার সেনাবাহিনীকে তাড়া করলেন। গালের লোকরা শিখিম শহরের ফটকের দিকে পালিয়ে গেল। পালিয়ে যাবার সময় তাদের মধ্যে অনেকে নিহত হল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস40 তাতে আবিমালেক তাকে তাড়া করলো ও সে তার সম্মুখ থেকে পালিয়ে গেল এবং দ্বার-প্রবেশ-স্থান পর্যন্ত অনেক লোক আহত হয়ে পড়লো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ40 অবীমেলক নগরের প্রবেশদ্বার পর্যন্ত তাকে তাড়া করে গেল, এবং পালানোর সময় তাদের মধ্যে অনেকেই নিহত হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)40 কিন্তু অবিমেলেকের তাড়া খেয়ে সে পালিয়ে গেল। পালাবার সময় তার দলের বহুলোক আহত হল এবং নগরের প্রবেশ দ্বার পর্যন্ত সারা পথে পড়ে রইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)40 তাহাতে অবীমেলক তাহাকে তাড়া করিল, ও সে তাহার সম্মুখ হইতে পলায়ন করিল, এবং দ্বার-প্রবেশ-স্থান পর্য্যন্ত অনেক লোক আহত হইয়া পড়িল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী40 তাতে অবীমেলক তাকে তাড়া করল ও সে তার সামনে থেকে পালিয়ে গেল এবং প্রবেশ দ্বারের জায়গা পর্যন্ত অনেক লোক আহত হয়ে পড়ল। অধ্যায় দেখুন |