Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 9:22 - পবিত্র বাইবেল

22 অবীমেলক তিন বছর ইস্রায়েলীয়দের শাসন করেছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 আবিমালেক ইসরাইলের উপরে তিন বছর কর্তৃত্ব করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 অবীমেলক ইস্রায়েলীদের উপর তিন বছর রাজত্ব করার পর,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

22 অবিমেলেক ইসরায়েলীদের উপর তিন বছর রাজত্ব করল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 অবীমেলক ইস্রায়েলের উপরে তিন বৎসর কর্ত্তৃত্ব করিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 অবীমেলক ইস্রায়েলের উপরে তিন বছর কর্তৃত্ব করল।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 9:22
3 ক্রস রেফারেন্স  

এই বলে যোথম বের নগরে পালিয়ে গেল। সেখানে সে থাকতে লাগল, কারণ সে তার ভাই অবীমেলককে ভয় করত।


অবীমেলক যিরুব্বালের 70 জন পুত্রকে হত্যা করেছিলেন। তারা সকলেই ছিল অবীমেলকের নিজের ভাই। শিখিমের নেতারা তার এই অন্যায় কাজ সমর্থণ করেছিল। সেইজন্য ঈশ্বর অবীমেলক ও শিখিমের নেতাদের মধ্যে বিবাদ বাধিয়ে দিলেন। শিখিমের নেতারা কিভাবে অবীমেলককে জখম করা যায় তার মতলব করছিল।


ইস্রায়েলীয়রা 300 বছর ধরে হিষ্বনে আর সেই শহরের লাগোয়া কয়েকটি জায়গায় বাস করেছে। অরোয়েরে এবং তার পাশের শহরেও 300 বছর ধরে বাস করেছে। 300 বছর ধরে তারা বাস করেছে অর্ণোন নদীর ধারে সমস্ত শহরে। এতদিন তোমরা কেন এইসব শহর দখল করো নি?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন