বিচারকর্তৃগণ 8:22 - পবিত্র বাইবেল22 ইস্রায়েলবাসীরা গিদিয়োনকে বলল, “মিদিয়নদের হাত থেকে তুমি আমাদের রক্ষা করেছ। এখন আমাদের শাসন করো। আমরা তোমাকে চাই, তোমার ছেলে, তোমার নাতি—সবাইকে চাই। তোমরা সবাই আমাদের রাজা হও।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 পরে ইসরাইলের লোকেরা গিদিয়োনকে বললো, আপনি পুত্রপৌত্রাদি ক্রমে আমাদের উপরে কর্তৃত্ব করুন, কেননা আপনি আমাদেরকে মাদিয়ানের হাত থেকে নিস্তার করেছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 ইস্রায়েলীরা গিদিয়োনকে বলল, “আপনি, আপনার ছেলে, এবং নাতি—আপনারা আমাদের উপর রাজত্ব করুন, কারণ আপনিই মিদিয়নের হাত থেকে আমাদের রক্ষা করেছেন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 এই ঘটনার পর ইসরায়েলীরা গিদিয়োনকে বলল, আপনি এবং আপনার বংশধরেরা পুরুষানুক্রমে আমাদের উপরে রাজত্ব করুন, কারণ আপনিই মিদিয়নীদের কবল থেকে আমাদের উদ্ধার করেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 পরে ইস্রায়েলের লোকেরা গিদিয়োনকে কহিল, আপনি পুত্রপৌত্রাদিক্রমে আমাদের উপরে কর্ত্তৃত্ব করুন, কেননা আপনি আমাদিগকে মিদিয়নের হস্ত হইতে নিস্তার করিয়াছেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 পরে ইস্রায়েলের লোকেরা গিদিয়োনকে বলল, আপনি বংশপরম্পরায় আমাদের উপরে কর্তৃত্ব করুন, কারণ আপনি আমাদেরকে মিদিয়নের হাত থেকে উদ্ধার করেছেন। অধ্যায় দেখুন |