বিচারকর্তৃগণ 5:12 - পবিত্র বাইবেল12 “জাগো হে মা দবোরা, জেগে ওঠো, গাও গান! বারক তুমিও জাগো। হে অবীনোয়মের পুত্র তোমার শত্রুদিগকে বন্দী করো। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 দবোরা, জাগ্রত হও, জাগ্রত হও; জাগ্রত হও, জাগ্রত হও, গান কর; বারক উঠ; অবীনোয়মের পুত্র, তোমার বন্দীদেরকে বন্দী কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 ‘জাগো, জাগো হে দবোরা! জাগো, জাগো, গানে মুখরিত হও! হে বারক, ওঠো! হে অবীনোয়মের পুত্র, বন্দি করো তোমার বন্দিদের।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 চল, দেবোরা, এগিয়ে চল, মুখরিত হও জয়গানে! এগিয়ে চল! অবিনোয়ামের পুত্র বারাক! ওঠ, ধরে নিয়ে যাও তোমার বন্দীদের! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 দবোরে, জাগ্রত হও, জাগ্রত হও; জাগ্রত হও, জাগ্রত হও, গীত গান কর; বারক, উঠ; অবীনোয়মের পুত্র, তোমার বন্দিগণকে বন্দি কর। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 দবোরে, জাগ্রত হও; জাগ্রত হও, জাগ্রত হও, জাগ্রত হও, গান গাও; বারক, উঠ, অবীনোয়মের ছেলে, তোমার বন্দিদেরকে বন্দি কর। অধ্যায় দেখুন |
দেখ! তোমরা যারা তোমাদের কাছ থেকে কখনও কিছু চুরি করেনি, তাদের সঙ্গে ঝগড়া করো আর তাদের জিনিষ চুরি করো। তোমরা সেই সব লোকের বিপক্ষে যাবে, যারা কখনো তোমাদের বিপক্ষে যায়নি। তাই যখন তোমরা চুরি করা বন্ধ করবে অন্য লোকরা তখন তোমাদের কাছ থেকে চুরি করবে। তোমরা যখন অন্যের বিপক্ষে যাওয়া বন্ধ করবে তখন অন্য লোকরা তোমাদের বিপক্ষে যাওয়া শুরু করবে। তখন লোকরা বলবে,