বিচারকর্তৃগণ 20:15 - পবিত্র বাইবেল15 বিন্যামীন পরিবারগোষ্ঠীর লোকরা মোট 26,000 জন সৈন্য পেল। যুদ্ধের জন্য বেশ দক্ষ সৈন্য তারা। তাছাড়া গিবিয়া থেকে পেল আরো 700 জন দক্ষ সৈন্য। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 সেদিন নানা নগর থেকে আগত বিন্ইয়ামীন-বংশের ছাব্বিশ হাজার তলোয়ারধারী লোক গণনা করা হল; এরা গিবিয়া-নিবাসী সাত শত মনোনীত লোক থেকে ভিন্ন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 অবিলম্বে বিন্যামীন গোষ্ঠীভুক্ত লোকেরা তাদের নগরগুলি থেকে 26,000 তরোয়ালধারী লোক সংগ্রহ করল। এর পাশাপাশি গিবিয়াতে বসবাসকারী লোকদের মধ্যে থেকেও 700 জন দক্ষ যুবক সংগ্রহ করা হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15-16 সেদিন বিভিন্ন নগর থেকে বিন্যামীন গোষ্ঠীর ছাব্বিশ হাজার সশস্ত্র লোক এসে একত্র হল। এ ছাড়াও গিবিয়ার সাতশো বাছাই করা লোক তাদের সঙ্গে যোগ দিল। এরা সকলেই ছিল ন্যাটা। তারা প্রত্যেকে ফিঙ্গে দিয়ে পাথর ছুঁড়ে অব্যর্থভাবে লক্ষ্যভেদ করতে পারত, একচুলও এদিক ওদিক হত না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 সেই দিন নানা নগর হইতে আগত বিন্যামীন-সন্তানদের ছাব্বিশ সহস্র খড়্গধারী লোক গণিত হইল; ইহারা গিবিয়া-নিবাসীগণ হইতে ভিন্ন; তাহারাও সাত শত মনোনীত লোক গণিত হইল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 সেই দিন নানা নগর থেকে আসা বিন্যামীনদের ছাব্বিশ হাজার খড়গধারী লোক গণনা করা হল; এরা গিবিয়া-নিবাসীদের থেকে আলাদা; তারাও সাতশো মনোনীত লোক গণনা করা হল। অধ্যায় দেখুন |
ইস্রায়েলবাসীরা প্রভুর কাছে গেল। সন্ধ্যা পর্যন্ত তারা ক্রন্দন করল। প্রভুকে তারা জিজ্ঞাসা করল, “আমরা কি আবার বিন্যামীনদের সঙ্গে যুদ্ধ করব? ওরা তো আমাদের আত্মীয়স্বজন।” প্রভু উত্তর দিলেন, “যাও, তাদের সঙ্গে যুদ্ধ কর।” ইস্রায়েলের লোকরা এ ওকে উৎসাহ দিতে লাগল। তারপর প্রথম দিনের মতো এবারও তারা যুদ্ধ করতে বেরিয়ে পড়ল।