বিচারকর্তৃগণ 19:21 - পবিত্র বাইবেল21 এরপর বৃদ্ধলোকটা লেবীয় ও তার সঙ্গীসাথীদের তার বাড়ি নিয়ে গেল। সে তাদের গাধাগুলোকে খাওয়াল। তারা পা ধুয়ে পানাহার সেরে নিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 পরে বৃদ্ধ তাকে তাঁর বাড়িতে এনে গাধাগুলোকে খাবার দিলেন এবং তারা পা ধুয়ে ভোজন পান করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 অতএব তিনি তাদের তাঁর বাড়িতে নিয়ে গেলেন এবং গাধাগুলিকে খাবার দিলেন। পা ধোয়ার পর, তারাও ভোজনপান করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 বৃদ্ধ তাদের নিজের বাড়িতে নিয়ে গেলেন এবং তাদের গাধাগুলোকে খড় দিলেন। তারাও হাত-পা ধুয়ে খাওয়াদাওয়া করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 পরে বৃদ্ধ তাহাকে আপন বাটীতে আনিয়া গর্দ্দভদিগকে তৃণ দিলেন, এবং তাহারা পা ধুইয়া ভোজন পান করিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 পরে বৃদ্ধ তাকে নিজের বাড়িতে এনে গাধাদেরকে ঘাস দিলেন এবং তারা পা ধুয়ে ভোজন পান করল। অধ্যায় দেখুন |